সঠিক উত্তর হচ্ছে: প্রাতঃ + আশ
ব্যাখ্যা: এটি একটি সংস্কৃত বিসর্গ সন্ধির উদাহরণ। বিসর্গ সন্ধির নিয়মানুসারে, পূর্বপদের শেষে বিসর্গ থাকলে এবং পরপদে স্বরধ্বনি, বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ কিংবা য, র, ল, ব, হ থাকলে ‘অ-কারের পরস্থিত ‘র-জাত’ বিসর্গের স্থানে র্‘’ হয় এবং তা পরপদের আদ্যবর্ণের সাথে যুক্ত হয়। যেমন- \r\n\r\n ? নিঃ + অবধি = নিরবধি\r\n ? নিঃ + আকার= নিরাকার\r\n ? প্রাতঃ + আশ = প্রাতরাশ। \r\n\r\n[শর্টকাট : পূর্বপদের শেষে বিসর্গ (ঃ ) + স্বরধ্বনি =র্ + স্বরধ্বনি]