সঠিক উত্তর হচ্ছে: ১৯
ব্যাখ্যা: (=) চিহ্নের ডানের সংখ্যাটির অঙ্কদ্বয়ের প্রথম অঙ্কটি হবে বামের সংখ্যাদুটির বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে বামের সংখ্যাদ্বয়ের যোগফল। যথা-
\n৫ - ৩ = ২ এবং ৫ + ৩ = ৮; সুতরাং সংখ্যাটি = ২৮
\n৯ - ১ = ৮ এবং ৯ + ১ = ১০; সুতরাং সংখ্যাটি = ৮১০
\nপ্রদত্ত প্রশ্ন হতে, প্রাপ্ত তথ্য মোতাবেক, ৫ - ৪ = ১ এবং৫+৪ =৯
\nসুতরাং উত্তর হবে________১৯।