সঠিক উত্তর হচ্ছে: সি
ব্যাখ্যা: প্রোগ্রামিং ভাষা (ইংরেজি ভাষায়: programming language) এমন এক ধরনের কৃত্রিম ভাষা যা কোন যন্ত্রের, প্রধানত কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষার উদাহরণ যেমন, Python, Ruby, Java, JavaScript, C, C++, এবং FORTRAN ইত্যাদি।