সঠিক উত্তর হচ্ছে: ব্যথার দান
ব্যাখ্যা: নজরুলের প্রথম গদ্য রচনা ছিল \"বাউণ্ডুলের আত্মকাহিনী\"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: \"হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে\"।\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]