- সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। - বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। - সমাস মূলত চার প্রকার। যথা- • দ্বন্দ্ব সমাস, • কর্মধারয় সমাস, • তৎপুরুষ সমাস ও • বহুব্রীহি সমাস।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।