সঠিক উত্তর হচ্ছে: কম
ব্যাখ্যা: সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। কিন্তু এই দীর্ঘ পথ অতিক্রম করতে আলোর সময় লাগে 8.3 মিনিট মাত্র। অর্থাৎ 1 সেকেন্ডে আলো পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারে।\nঅপর দিকে, শব্দের গতি হল শব্দ তরঙ্গ দ্বারা সময়ের প্রতি একক দূরত্ব যা এটি একটি ইলাস্টিক মাধ্যমে বিস্তার লাভ করে। ২০ °সে (৬৮ °ফা) এ, বাতাসে শব্দের গতি প্রায় ৩৪৩ মিটার প্রতি সেকেন্ড (১,১২৫ ফুট/সে; ১,২৩৫ কিমি/ঘ; ৭৬৭ মা/ঘ; ৬৬৭ নট) মিটার , এক কিলোমিটার ২.৯ সেকেন্ডে বা এক মাইল ৪.৭ সেকেন্ডে।