সঠিক উত্তর হচ্ছে: একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
ব্যাখ্যা: বাক্য সংকোচন শব্দের অর্থ- একটি মাত্র শব্দে বাক্যের ভাব প্রকাশ করা। একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। যেমন:\n\nঅনেকের মধ্যে একজন- অন্যতম।\n\nআকাশে বেড়ায় যে- খেচর।