সঠিক উত্তর হচ্ছে: বৈষ্ণব পদাবলী
ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। এ কবিতাগুলো ক্ষুদ্র কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন। এ কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা।বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে কখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন এ কবিতাগুলোতে। [তথ্যসূত্র - লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।]