সঠিক উত্তর হচ্ছে: দীপ্তি
ব্যাখ্যা: ? অনল [১১তম শিক্ষক নিবন্ধন: ১৪; সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১৯; ৩৯তম বিসিএস], বহ্নি, হুতাশন, আগুন [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১৪, শিখা, পাবক [তথ্য অফিসার: ০৫; বিবিএডি: ১৫; বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯], বিভাবসু, কৃশানু [বাংলাদেশ ব্যাংক (ক্যাশ): ১৬], হেমাগ্নি, বৈশ্বানর, সর্বশুচি, সর্বভুক, দহন [৩৩তম বিসিএস], বীতিহোত্র প্রভৃতি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ।
\n\n? দীপ্তি, বিভা, আভা, উদ্ভাস, জ্যোতি, দ্যুতি, নূর, প্রভা, ভাতি, রৌশন, রওশন প্রভৃতি ‘আলো’ শব্দের সমার্থক শব্দ।