ব্যাখ্যা: পুলির ক্ষেত্রে ওজনের বিপরীতে দুই বাহুতে সমান সমান দুটি টান বা সমান শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এর ওজন সমান দুইভাগে ভাগ হয় যা দুই বাহুর টানের সমান। সেক্ষেত্রে ২য় পুলিটি ১ম পুলির ওজনের অর্ধেক টান বা শক্তিতে ওজনটিকে উঠায়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।