সঠিক উত্তর হচ্ছে: রূপার কৌটা
ব্যাখ্যা: বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, অসাধারণ বক্তা, সৃজনশীল নাট্যকার ও সফল অনুবাদক মুনীর চৌধুরী। সাহিত্য ও ধ্বনিতত্ত্বের গবেষণা ও তুলনামূলক সমালোচনায় তিনি রেখে গেছেন অনন্য পান্ডিত্য ও উৎকর্ষের ছাপ। তিনি তিনটি নাটক অনুবাদ করেন। এগুলো হলঃ কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা ও মুখরা রমণী বশীকরণ। এগুলো যথাক্রমে জর্জ বার্নার্ড শর You never can tell, গলস ওয়ার্দির The Silver Box, শেক্সপিয়রের Taming of the Shrew নাটকের অনুবাদ।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]