সঠিক উত্তর হচ্ছে: প্রবন্ধগ্রন্থ
ব্যাখ্যা: \'হঠাৎ আলোর ঝলকানি\' প্রবন্ধগ্রন্থ জাতীয় রচনা।\n\nবুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ - ১৮ মার্চ ১৯৭৪) একজন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন।\n\nতার উল্লেখযোগ্য প্রবন্ধ সম্পাদনা:\n\nহঠাৎ-আলোর ঝলকানি (১৯৩৫),\n\nকালের পুতুল (১৯৪৬),\n\nসাহিত্যচর্চা (১৩৬১),\n\nরবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫),\n\nস্বদেশ ও সংস্কৃতি (১৯৫৭),\n\nসঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ (১৯৬৩),\n\nপ্রবন্ধ-সংকলন (১৯৬৬)।