সঠিক উত্তর হচ্ছে: চৈতন্য-ভাগবত
ব্যাখ্যা: বাংলায় রচিত চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ বৃন্দাবন দাস রচিত \'চৈতন্য- ভাগবত\'। এছাড়া বাংলায় রচিত চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থ লোচন দাসের \'চৈতন্য-মঙ্গল\'। বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী কৃষ্ণদাস কবিরাজের \'চৈতন্য-চরিতামৃত\'। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]