সঠিক উত্তর হচ্ছে: পরমানুর ফিউশন পদ্ধতিতে
ব্যাখ্যা: পদ্ধতির নাম nuclear fusion. এখানে কম ভর বিশিষ্ট দুটি বা তার বেশি পরমাণু যুক্ত ভয়ে বেশি ভরের অপর একটি পরমাণুতে পরিবর্তিত হয়।\n\nএতে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় E= mc^2 সমীকরণ অনুযায়ী। এই শক্তিই নক্ষত্রে শক্তির যোগান দেয়।\n\nযেমন চারটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে দুটি হিলিয়াম পরমাণু তৈরি করে