সঠিক উত্তর হচ্ছে: সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে বিংশ শতকের ত্রিশের দশকের পাঁচজন আধুনিক কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়। এরা হলেন- জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী এবং সুধীন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর৷ তিনি পঞ্চপাণ্ডবদের একজন নন। পঞ্চপাণ্ডবরা ত্রিশের দশকে রবীন্দ্র কাব্যধারার বাহিরে বাংলা কাব্য সাহিত্যে বৈচিত্র্য আনয়ন করেন। (সূত্রঃ Hello BCS লেকচার)