সঠিক উত্তর হচ্ছে: ভুসুকুপা
ব্যাখ্যা: চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। ২৩ নং খণ্ডিত পদটির রচিয়তা ভুসুকুপা। ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।[তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]