সঠিক উত্তর হচ্ছে: চর্যাপদ
ব্যাখ্যা: 1926 খ্রিঃ \'ড.সুনীতি কুমার চট্টোপাধ্যায়\' তার ODBL গ্রন্থে চর্যাপদের ভাষা ও ভাষার ব্যাকরণ গত দিক নিয়ে গবেষণা করে প্রথম প্রমাণ করেছিলেন যে চর্যাপদের ভাষা \'বাংলা\'। সেই অনুযায়ী বাংলা ভাষায় ১ম প্রকাশিত গ্রন্থ \'চর্যাপদ\'।\nবাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বৌদ্ধ দোহা-সংকলন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী আরও তিনটি গ্রন্থের সঙ্গে চর্যাগানগুলো নিয়ে সম্পাদিত গ্রন্থের নাম দেন \" হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা \"।