সঠিক উত্তর হচ্ছে: দুইটি
ব্যাখ্যা: উপসর্গ হলো কিছু অর্থহীন শব্দাংশ, যেগুলি অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।\n\nঅনতিবৃহৎ= অন+অতি+ বৃহৎ\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]\n