সঠিক উত্তর হচ্ছে: ১১ আগস্ট ২০১৮
ব্যাখ্যা: ভিএস নাইপলের লেখা সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে \'অ্যা বেন্ড ইন দ্য রিভার\', \'ইন অ্যা ফ্রি স্টেট\', \'এন এরিয়া অব ডার্কনেস\',\'হাফ এ লাইফ\'। \'এ হাউজ ফর মিস্টার বিশ্বাস\' তাঁর সেরা কাজ হিসেবে বিবেচনা করা হয়। এই উপন্যাসটি লিখতে তাঁর তিন বছর সময় লেগেছিল। ২০০১ সালে নোবেল পুরস্কার পান ভিএস নাইপল।