সঠিক উত্তর হচ্ছে: অমীয় চক্রবর্তী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আধুনিকতাবাদী ৫ জন কবিকে পঞ্চপাণ্ডব ও তিরিশের দশকের কবি বলা হয়।\n\nএদের মধ্যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন।\n\nতার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো- খসড়া, মাটির দেয়াল, পারাপার ইত্যাদি।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]