সঠিক উত্তর হচ্ছে: প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল
ব্যাখ্যা: সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন- \'হাতে টাকা নেই, একারণেই চোখে হলুদ ফুল দেখছি\' -বাক্যটিতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
সঠিক বাক্যটি হবে - \'হাতে টাকা নেই, একারণেই চোখে সর্ষে ফুল দেখছি\'।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।