সঠিক উত্তর হচ্ছে: ফ্রাঙ্কেল
ব্যাখ্যা: মূল্যবোধের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞাঃ- সমাজ বিজ্ঞানী উইলিয়াম বলেন, \'মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদন্ড\'। ফ্রাঙ্কেল মূল্যবোধ সম্পর্কে বলেন, \'মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।\' মেরিল বলেন, \'\'সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে।\'\' শেফার বলেন, \'\'ভালো-মন্দ, ঠিক-বেঠিক এবং আকাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।\'\' [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]