সঠিক উত্তর হচ্ছে: প্রথমটি বিশেষ্য, দ্বিতীয়টি বিশেষণ
ব্যাখ্যা: \"মন্দকে মন্দ বলতেই হবে\" - প্রদত্ত বাক্যটিতে প্রথম মন্দ শব্দটি বিশেষ্য এবং পরের মন্দ শব্দটি বিশেষণ। কারণ, যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা- ই গুণবাচক বিশেষ্য। এইখানেও মন্দকে দোষ বুঝিয়েছে, তাই \"মন্দকে\" বলা হয় গুণবাচক বিশেষ্য আর \"মন্দ\" বিশেষণ।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]