সঠিক উত্তর হচ্ছে: দুই যুগের মিলনকারী
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষনের কবি।\n\n১৮০১ সালে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হলেও ১৮৬১ সালে মেঘানাদবধ কাব্য রচনার পূর্ব পর্যন্ত আধুনিকতা আরম্ভ হয়নি।\n\nমধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র ও আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন।\n\nসঠিক উত্তর - দুই যুগের মিলনকারী।