সঠিক উত্তর হচ্ছে: আমি চোখে দেখি না
ব্যাখ্যা: ব্যাকরণে, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলা হয়। এটি একটি সকর্মক বা দ্বিকর্মক ক্রিয়া থেকে পৃথক, যাদের এক বা একাধিক কর্ম থাকে। ক্রিয়ার এই ধর্মকে অকর্মকত্ব বলে। অকর্মক ক্রিয়া সম্বলিত বাক্যে ক্রিয়াকে কাকে বা কী প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।\n\nএখানে সঠিক উত্তর -আমি চোখে দেখি না \n\n[তথ্যসুত্র- বাংলা ব্যাকরণ বই ,নবম -দশম শ্রেণি]