সঠিক উত্তর হচ্ছে: ঐকদেশিক
ব্যাখ্যা: ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।