সঠিক উত্তর হচ্ছে: বৌঠাকুরাণীর হাট
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)। কিন্তু প্রথম লেখা উপন্যাস করুণা (১৮৭৭)। করুণা উপন্যাসটি অসমাপ্ত, তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।