সঠিক উত্তর হচ্ছে: বিদ্যাসাগরের
ব্যাখ্যা: বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বুঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ) , জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্যে যতি বা ছেদ বা বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। বিরাম চিহ্নের প্রবর্তক -ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মতে মোট ছেদ চিহ্ন ১২ টি।