সঠিক উত্তর হচ্ছে: কাতারের রাজধানী দোহায়
ব্যাখ্যা: ? তালেবান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়______________ কাতারের রাজধানী দোহায়। \r\n? পক্ষ _____ তালেবান ও যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের মাটিতে পরাজিত শক্তি ___________ ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। \r\n? চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে___________ 14 মাসের মধ্যে। \r\n? সুদীর্ঘ 18 বছরে যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে নিতে খরচ হয়েছে______________975 বিলিয়ন মার্কিন ডলার। \r\n? ইতিহাসবিদরা আফগানিস্তানের নাম দিয়েছেন__________ সাম্রাজ্যবাদীদের গোরস্তান। \r\n? যাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়___________ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তালেবান নেতাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। \r\n? চুক্তিতে স্বাক্ষর করেন ____________ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবানের মুখপাত্র ________ সোহাইল শাহীন।