সঠিক উত্তর হচ্ছে: গন,বৃন্দ,মন্ডলী,বর্গ
ব্যাখ্যা: বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি,গুলো, দিগ,দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল,বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি,পাল,দাম,নিকর,মালা, আবলি ইত্যাদি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। কেবল উন্নত প্রানিবাচক শব্দের বহুবচনে গন,বৃন্দ,মন্ডলী,বর্গ ব্যবহৃত হয়।\n