সঠিক উত্তর হচ্ছে: মন্তেস্কু
ব্যাখ্যা: চার্লস লুই দ্য মন্টেস্কু বা মঁতেসকিয়্যু (Charles de Montesquieu, ১৮ জানুয়ারি ১৬৮৯ – ১০ ফেব্রুয়ারি ১৭৫৫) অষ্টাদশ শতকের ফরাসি সমাজতত্ত্ববিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী। সমাজ ও রাষ্ট্র সম্পর্কে মন্টেস্কুর রচনাবলী ১৭৮৯ সালের ফরাসি পুঁজিবাদী বিপ্লবের পথ সুগম করার কাজে সাহায্য করে। তিনি \"ক্ষমতা বিভাজন নীতি\" প্রকাশ করেন।