সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: সুর্যদীঘল বাড়ি ১৯৫৫ সাল্র প্রকাশিত হয়। এটি আবু ইসহাকের শ্রেষ্ঠ উপন্যাস। বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ। উপন্যাসের প্রধান চরিত্র জয়গুণ। উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল, ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ীর বৌ এর প্রতি অত্যাচার ইত্যাদি প্রকাশিত হয়েছে উপন্যাসে। অন্যান্য চরিত্রের মধ্যে আছে- মায়মুনা, হাসু, শফি, ডা. রমেশ, মোড়ল গদু প্রধান।[তথ্যসূত্রঃ জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]