সঠিক উত্তর হচ্ছে: কামরুল হাসান
ব্যাখ্যা: ? কামরুল হাসান
\n\n? চিত্রশিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা পোস্টারটি (এই জানোয়ারদের হত্যা করতে হবে) খুব বিখ্যাত।
\n\n? কামরুল হাসান 1972 সালে তৎকালীন সরকারের অনুরোধে শিবনারায়ণ দাশ কর্তৃক ডিজাইনকৃত পতাকার বর্তমান রূপ দেন।
\n\n? তিনি 1988 সালে স্বৈরশাসক এরশাদকে ব্যঙ্গ করে ‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে’ পোস্টারটি স্কেচ আঁকেন।
\n\n? তাঁর বিখ্যাত চিত্রকর্ম- ‘তিন কন্যা, রায়বেঁশে নৃত্য, নাইওর।