সঠিক উত্তর হচ্ছে: সবগুলোই কারণ
ব্যাখ্যা: খরা হল জল সরবরাহে দীর্ঘস্থায়ী ঘাটতির একটি ঘটনা, যা বায়ুমণ্ডলীয় (গড় বৃষ্টিপাতের নীচে), ভূ-পৃষ্ঠের জল বা ভূগর্ভস্থ জল হতে পারে। একটি খরা এক মাস এমনকি এক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
\nখরা নানা কারণে সৃষ্টি হতে পারে। যেমন –
\n\nক) খরার প্রধান কারণ হল বিশ্ব আবহাওয়া চক্র। খরার অন্যতম প্রধান কারণ হল শুষ্ক বায়ুর অধোপতন।
\nখ) সমুদ্র পৃষ্ট থেকে যত দূরত্ব বাড়তে থাকে সমুদ্র বায়ু দ্বারা বাহিত বায়ুতে আদ্রতার পরিমান তত কমতে থাকে। ফলে খরা সৃষ্টির প্রবণতাও বাড়তে থাকে।
\nগ) যে সব উপকূল বরাবর শীতল স্রোত বাহিত হয়, সেই সমুদ্র উপকূল অঞ্চলে খরা তথা মরুভূমি সৃষ্টির প্রবনতা বৃদ্ধি পায়। কারণ শীতল সমুদ্র স্রোত শুষ্ক প্রকৃতির হয়।
\nঘ) যে সব অঞ্চল গুলি পর্বতের বিপরীত পাশে বৃষ্টিছায় অঞ্চলে অবস্থিত, সেই সব স্থান গুলিতে বৃষ্টিপাত কম হওয়ায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়।
\nঙ) মনুষ্য সৃষ্ট কিছু কার্যকলাপ মরুভূমির প্রসার ঘটিয়ে, খরা পরিস্থিতি কে আরো জটিল করে দিচ্ছে।