সঠিক উত্তর হচ্ছে: ১০টি
ব্যাখ্যা: ২০২০ সালের ২৩ জানুয়ারি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়। প্রতি বছর বাংলা সাহিত্যের ১০টি শাখায় অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। এ বছর ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।[১৪][১৫] ১০ জন লেখক হলেন:\n\nমাকিদ হায়দার (কবিতা)\nওয়াসি আহমেদ (কথাসাহিত্য)\nস্বরোচিষ সরকার (প্রবন্ধ)\nখায়রুল আলম সবুজ (অনুবাদ)\nরফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)\nফারুক মঈনউদ্দীন (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি)\nরতন সিদ্দিকী (নাটক)\nনাদিরা মজুমদার (বিজ্ঞান/কল্পবিজ্ঞান)\nরহীম শাহ (শিশুসাহিত্য)\nসাইমন জাকারিয়া (ফোকলোর)।