সঠিক উত্তর হচ্ছে: রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা: আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গণহত্যার বিবরণ, ভুতুড়ে ঢাকায় প্রিয়জনদের তালাশ, গ্রামান্তরে পালিয়ে থাকা, মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তর্ক শুধু সাহিত্য নয়, ইতিহাসেরও অমূল্য উপাদান। এই উপন্যাসের কাহিনি শত্রুকবলিত বাংলাদেশের অবরুদ্ধ জীবনের।