সঠিক উত্তর হচ্ছে: নওগাঁ
ব্যাখ্যা: বাংলাদেশের নওগাঁ জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে।
\nনওগাঁর প্রায় ৯০ শতাংশ জমিতেই ধান চাষ হয়ে থাকে। বেশি পরিমাণ ধান উৎপাদিত হওয়ায় স্থানীয় লোকজন গর্ব করে নওগাঁ জেলাকে ‘ধানের রাজধানী’ বলেন।
\nএখানকার অর্থনীতিও ধাননির্ভর। এই জেলায় রয়েছে দুই সহস্রাধিক চালকল।