সঠিক উত্তর হচ্ছে: সু + আগত = স্বাগত
ব্যাখ্যা: প্রথম পদের শেষে উ/ঊ ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথমে উ/ঊ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে, উ/ঊ ধ্বনি এর স্থলে ‘ব-ফলা’ হয় এবং স্বরধ্বনি চিহ্ন পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।\n\nসু + অল্প = স্বল্প \nঅনু + অয় = অন্বয়।