নিচের অপশন গুলা দেখুন
- সমাজ
- শিক্ষালয়
- আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব
- পরিবার
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। এর প্রাথমিক উৎস হলো পরিবার। আর এর প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয় বা শিক্ষালয়।
এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।
সূত্র: নীতিবিদ্যা : মুহাম্মদ আবদুল বারী।