সঠিক উত্তর হচ্ছে: আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা: আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াসের\nজন্ম- ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি\nগাইবান্ধা জেলার সাঘাটা থানার\nগোটিয়া গ্রামে মামার বাড়িতে।\nপৈত্রিক নিবাস চেলোপাড়া, বগুড়া।\nডাকনাম- মঞ্জু।\n তার সাহিত্যকর্ম – দুটি উপন্যাস, পাঁচটি\nগল্পগ্রন্থ ও একটি প্রবন্ধ সংকলন।\n উপন্যাস – চিলকোঠার সেপাই (১৯৮৭),\nখোয়াবনামা (১৯৯৬)।\n গল্পগ্রন্থ – অন্য ঘরে অন্যস্বর, খোঁয়ারি,\nদুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন\nস্বপ্নের জাল।\n প্রবন্ধ সংকলন – সংস্কৃতির ভাঙ্গা সেতু\n(২২টি প্রবন্ধ)\n বিখ্যাত গল্প - রেইনকোট, মিলির হাতে\nস্টেনগান, অপঘাত।\nক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৭ সালের ৪\nজানুয়ারি ঢাকার আজিমপুরে মারা যান।\n\n[তথ্যসূত্রঃ শীকর বাংলা সাহিত্য]