সঠিক উত্তর হচ্ছে: প্রেরক-গ্রাহক টাওয়ার
ব্যাখ্যা: মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়।
\n\nযখন কোনো ব্যক্তি কোনো মোবাইল থেকে ফোন করে সে ব্যক্তি যেখানেই থাক না কেন কলটি বেতার তরঙ্গ হিসেবে কোনো প্রেরক - গ্রাহক টাওয়ারে যায়। এরপর কলটি তার বা মাইক্রোওয়েভের মাধ্যমে মোবাইল সুইচ স্টেশনে যায়। এ স্টেশন কলটিকে স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জে পাঠায়। সেখানে এটি প্রচলিত ফোন কল হয়ে গ্রাহকের নিকট পাঠায়।