সঠিক উত্তর হচ্ছে: ১,৮০৫
ব্যাখ্যা: আমরা যাদেরকে দরিদ্র বলে থাকি তারা হচ্ছেন নাগরিকেদের সেই অংশ যাদের মাথাপিছু আয় তাদের পরিবারের সদস্যদের প্রত্যেকের ন্যূনতম ক্যালরি গ্রহণের প্রয়োজন মেটাতে পারে না। অর্থাত্ ২১১২ ক্যালরির খাবার প্রতিদিন গ্রহণ না করলে একজন প্রাপ্তবয়স্ক লোক ন্যূনতম খাবারের অভাবে ক্রমশ ক্ষীণ হয়ে যাবে। নিম্নতর দারিদ্র্যরেখার নিচে বসবাসকারী ”নাগরিকেরা” প্রতিদিন ১৮০৫ ক্যালরির কম খাদ্য গ্রহণ করে থাকেন।