সঠিক উত্তর হচ্ছে: কেশব সেন
ব্যাখ্যা: ১২০৬ খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তাঁর দুইপুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন সিংহাসনে বসেছিলেন। দক্ষিন ও পূর্ব বাংলায় তাদের রাজত্ব ছিলো। তাদের রাজত্বকাল ছিলো ২৫ বছর। সম্ভবত বিশ্বরূপ সেনই জ্যেষ্ঠ ছিলেন এবং প্রথমে রাজত্ব করেন। আনুমানিক ১২৩০ খ্রিস্টাব্দে কেশব সেনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেছিলো তা সঠিকভাবে জানা যায় নি। তাই বলা যায়, বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন।