সঠিক উত্তর হচ্ছে: নবম ভাগ
ব্যাখ্যা: বাংলাদেশের কর্মবিভাগ সংক্রান্ত আলোচনা সংবিধানের নবম ভাগে আলোচিত হয়েছে। এই ভাগের উল্লেখযোগ্য আলোচিত বিষয় হচ্ছে কর্মের শর্তাবলী ও মেয়াদ, কর্মবিভাগের পুনর্গঠন, কমিশন প্রতিষ্ঠা, দায়িত্ব ও সদস্য নিয়োগ, জরুরী বিধানাবলী ইত্যাদি।