ব্যাখ্যা: এত অল্প টাকায় মাস চলবে না- এখানে চলা শব্দের অর্থ- সংকুলান হওয়া। সংকুলান শব্দটি একটি ক্রিয়া পদ। সংকুলান শব্দের প্রকৃত অর্থ- পর্যাপ্ত, যাতে কুলায় এমন অবস্থা, যথেষ্ট বা প্রয়োজনানুগ হওয়ার অবস্থা।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।