সঠিক উত্তর হচ্ছে: সিএফসি
ব্যাখ্যা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন অবমুক্ত হয়ে বায়ুমন্ডলের ওজনস্তরের সাথে সারায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফাটলের সৃষ্টি করছে। ক্লোরোফ্লুরোকার্বন থেকে অতিবেগুনীরশ্মির প্রভাবে ক্লোরিন অনু মুক্ত হয়ে আসে। এই ক্লোরিন অনুই পরবর্তীতে ওজোন অনুর সাথে বিরকিয়ে ঘটিয়ে ক্ষয় করতে থাকে। এইভাবে ওজনস্তরে ফাটলের সৃষ্টি হয়।