সঠিক উত্তর হচ্ছে: আইন স্বাধীনতার রক্ষক
ব্যাখ্যা: আইন আছে বলে স্বাধীনতা ভোগ করা যায়।সংবিধানে মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ থাকার কারণে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ জনগণের স্বাধীনতা হরণ করতে পারে না।স্বাধীনতা লঙ্ঘন হস্তক্ষেপ ও এর বিরুদ্ধে আদালতে সাংবিধানিক ও সাধারণ আইনের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা চলে।এজন্যই লক বলেছেন যে ‘যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারেনা’। [তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রথমপত্র, মো. মোজাম্মেল হক]