সঠিক উত্তর হচ্ছে: ১৩২৩ বঙ্গাব্দ
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন। শ্রী বসন্তরঞ্জন রায় ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দ) বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে এই পুঁথিটি সংগ্রহ করেন। পরবর্তীতে ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) শ্রী বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রকাশিত হয়।