সঠিক উত্তর হচ্ছে: শওকত ওসমান
ব্যাখ্যা: শওকত ওসমান রচিত প্রবন্ধঃ সংস্কৃতির চড়াই উৎরাই, মুসলিম মানসের রূপান্তর ইত্যাদি। তার রচিত গল্পঃ পিঁজরাপোল, জুনু আপা ও অন্যান্য গল্প, প্রস্তর ফলক, জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধভিত্তিক), ঈশ্বরের প্রতিদ্বন্দী, পুরাতন খঞ্জর ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।