ব্যাখ্যা: ব্যাখ্যা: একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগরীতি। যুগরীতিতে দ্বিরুক্ত গঠনের কিছু নিয়ম আছে। শব্দের আদি স্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় যেমন- চুপচাপ, মিটমাট জারিজুরি ইত্যাদি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।